নোয়াখালীর ৩টি উপজেলার ৭টি গ্রামের কয়েকটি পরিবার আরব বিশ্বের সঙ্গে মিল রেখে এক দিন আগে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে আজ বুধবার। ঈদকে ঘিরে এলাকার কিছু মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। সকাল সাড়ে ১০টায় ৩টি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ।
স্থানীয়রা জানান, তারা চট্রগ্রামের সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফ (চাঁদ টুপি) পীর সাহেবের অনুসারি হয়ে বিগত ২‘শ বছর ধরে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে এভাবে আগাম ঈদ পালন করে আসছে।
ঈদতে ঘিরে বেগমগঞ্জ উপজেলার উত্তর বসন্তেরবাগ সরকারী প্রাথমিক মাঠে বসেছে শিশুকিশোরদের ঈদ মেলা। বিভিন্ন সামগ্রীর পশরা সাজিয়ে বসেছে দোকানীরা।