নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামে জমি ভাগাভাগির কথা বলে চট্টগ্রাম থেকে মোবাইল ফোনে ডেকে এনে পরিকল্পিত ভাবে মো: শহীদ উল্ল্যা (৫০) কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মেহেদী হাসান রাব্বি নামে মাদকসেবীকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে।
আজ দুপুরে গ্রেফতারকৃত রাব্বীকে আদালতে সোপর্দ করে জেলা হাজতে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত স্ত্রী নার্গিস আক্তার বাদি হয়ে মেহেদী হাসান রাব্বী, আবদুর রব, আবু জাফর, পপি আক্তার, ওমা হাফিজা শাহিন ও রাবেয়া বেগম সহ ৬ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। প্রধান আসামী রাব্বী গ্রেফতার হলেও বাকী আসামীরা এখনও গ্রেফতার হয়নি। আতঙ্কে রয়েছে আহত সহীদদের পরিবার।
বেগমগঞ্জ থানার এসআই আবদুল্যাহ বাকী ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, জায়গা-জমি নিয়ে ঘটনার সৃষ্টি হয়েছে। ঘটনার সাথে জড়িত রাব্বীকে গ্রেফতার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/৬ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন