কিশোরগঞ্জের কটিয়াদীতে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত রথযাত্রায় হাজারো ভক্ত অংশ গ্রহণ করেন। কটিয়াদীর গোপীনাথ মন্দির থেকে রথযাত্রাটি শুরু হয়ে গুণ্ডিকা বাড়িতে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।
শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট পরিতোষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত ওসমান শুক্কুর আলী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে যেমন হিন্দু ধর্মাবলম্বিরা সহযোগিতা করেন, তেমনি হিন্দুদের অনুষ্ঠানেও মুসলমানেরা সহযোগিতা করে থাকেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন তিনি।
এ উপলক্ষে গোপীনাথ মন্দিরে মহা প্রসাদ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/৬ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন