সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আগনশাসন গ্রাম থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল ২টায় গ্রামের মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই রফিকুল ইসলাম বাদল জানান, মসজিদের পাশের ডোবা থেকে ছেঁড়া গেঞ্জি পরিহিত লাশটি উদ্ধার করা হয়। তার শরীরের বেশ কিছু অংশে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে পাঁচ/ছয় দিন পূর্বে তার মৃত্যু হয়েছে। শরীর ফুলে যাওয়ায় আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছেনা।
বিডি প্রতিদিন/৬ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন