মাদারীপুরের শিবচরে মোটর সাইকেলের ধাক্কায় উজ্জল খলিফা নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এছাড়াও জেলার ডাসার থানার গোপালপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন ৩০ যাত্রী। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শিবচর অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, শুক্রবার দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুর বাজার এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেল দুই আরোহী রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী উজ্জল খলিফাকে(৩০) ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত উজ্জল পাঁচ্চরের বাহের চর গ্রামের বাবুল খলিফার ছেলে।
বিডি-প্রতিদিন/০৮ জুলাই, ২০১৬/মাহবুব