দিনাজপুরের বীরগঞ্জে একটি যাত্রীবাহী বাসের চাপায় রুপা (৫) নামে এক শিশুি নিহত হয়েছে। এছাড়া ঘটনাস্থলে বাস উল্টে আহত হয়েছেন ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে এলাকাবাসী।
নিহত শিশু রুপা দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের মো. রবির কন্যা।
শুক্রবার সকাল ৬টায় উপজেলার দিনাজপুর-পঞ্চগড় সড়কের সুজালপুর গ্রামের চাকাই যদুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার এসআই উত্তম কুমার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কোচ তিশা এন্টারপ্রাইজ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে উল্টে যায়। পরে পিছনে থাকা আরেকটি ঢাকা কোচ তিশা এন্টারপ্রাইজকে ধাক্কা দিলে কোচটি পাশের খাদে পড়ে যায়। ধাক্কা দিয়ে কোচটি পালিয়ে যাওয়ার সময় একই এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রুপা নামের একটি শিশুকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই রুপা মারা যায়। এতে খাদে পড়ে যাওয়ার যাত্রীবাহী কোচটির অন্তত ২০ যাত্রী আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
বিডি-প্রতিদিন/০৮ জুলাই, ২০১৬/মাহবুব