ঝিনাইদহের কালীগঞ্জে জলিল মোল্লা(৫০)নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চটকাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। জলিল মোল্লা উপজেলার নটুয়াপাড়া গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে জলিল মোল্লা চটকাবাড়িয়া বাজারে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা লোহার রড ও ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে। বাজারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। রাত ১১টার দিকে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/ ০৯ জুলাই ১৬/ সালাহ উদ্দীন