বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারাজুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার ভোরে নিজ বাড়ির শয়ন কক্ষে দুর্বৃত্তের গুলিতে আহত হন তিনি।
জানা গেছে, গুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তারাজুল ইসলাম উপজেলার আটবাড়িয়ায় তার গ্রামের বাড়িতে ঘুমিয়ে ছিলেন। শনিবার ভোরের দিকে শয়ন কক্ষের জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন দুর্বৃত্ত। তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে সিরাজগঞ্জ খাজা এনায়েত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও পরিস্থিতির উন্নতি না হলে শনিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ জুলাই, ২০১৬/ আফরোজ