মাগুরার শালিখায় আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। উপজেলার চটকাবাড়িয়া গ্রামে শুক্রবার রাত ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জলিল মোল্লা (৫০) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নটুয়াপাড়া গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে। টিভি দেখাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন জলিলকে কুপিয়ে হত্যা করে বলে থানা সূত্রে জানা গেছে। ঘটনার পর চটকাবাড়িয়া গ্রাম থেকে একজনকে আটক করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৯ জুলাই, ২০১৬/ আফরোজ