কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস খাদে পড়ে মনোয়ারা বেগম নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশান্নী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা ফেনীর সোনাগাজী উপজেলার ফতেহপুর গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী।
মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট শফিকুল আজম জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের মিরশান্নী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১৬ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় মনোয়ারা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/৯ জুলাই ২০১৬/শরীফ