ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুতের তারে স্পৃষ্ট হওয়া ছেলে কবির হোসেনকে (৩০) বাচাঁতে গিয়ে বৃদ্ধ পিতা মোস্তফা কামালের (৭০) মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সতেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছেলেকে ময়মনসিংহ মডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) চাঁদ মিয়া জানান, নিজ ক্ষেতে ধানের বীজ বপনের সময় ক্ষেতের মাঝে বাঁশের খুটিতে বিদ্যুতের ঝুলন্ত তারে স্পৃৃষ্ট হয় কবির হোসেন। ঘটনাটি টের পেয়ে পিতা মোস্তফা কামাল (৭০) সন্তানকে বাচাঁতে গিয়ে নিজেই বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই মোস্তফা কামালের মৃত্যু হয়। পরে গুরুতর আহত ছেলে কবির হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৬/মাহবুব