সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়ী মফিজ মোড়ে মাছের পোনাবাহী একটি ট্রাক উল্টে গিয়ে রশিদ ব্যাপারী (৪৫) এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত রশিদ ব্যাপারী বগুড়া জেলার আদমদিঘী থানার পশুঙ্গা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত একই এলাকার জিল্লুর রহমান (৩৫) নামে একজন সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, বগুড়া থেকে মাছের পোনাবাহী ট্রাকটি ময়মনসিংহের দিকে যাবার পথে ঘটনাস্থলে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি উল্টে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ট্রাকে থাকা দুই মাছ ব্যবসায়ী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে বিকাল সোয়া তিনটার দিকে রশিদ ব্যাপারী মারা যান। আহত অপর মাছ ব্যবসায়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৬/মাহবুব