হাইওয়ে পুলিশে কর্মরত জাকির হোসেন নামে এক এএসআই'কে মারধরের অভিযোগ ওঠেছে চট্টগ্রামের পটিয়ার সরকার দলীয় এমবি শামসুল হক চৌধুরীর ভাই মুজিবুল হক চৌধুরী নবাবের বিরুদ্ধে।
গত শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পটিয়া ক্রসিং হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহিম বলেন, শুক্রবার রাতে শান্তিরহাট এলাকায় দায়িত্ব পালন করছিলেন এএসআই জাকির। যানজটের মধ্যে আটকে থাকা একটি গাড়ি থেকে হঠাৎ নেমে আসেন এক ব্যক্তি। এসময় কোন কথা না বলেই জাকিরের ইউনিফর্মের কলার ধরে তাকে চড়-থাপ্পড় দিতে শুরু করেন। তিনি চলে যাওয়ার কিছুক্ষন পর আরো ২০-২৫ জন এসে ফের তাকে মারধর করে। পরে জানতে পারি জাকিরের ওপর হামলাকারী ওই ব্যক্তি মুজিবুল হক চৌধুরী নবাব।
এ ব্যাপারে পটিয়া থানায় জিডি করা হয়েছে। কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে বক্তব্য নিতে মুজিবুল হক নবাবের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/ ০৯ জুলাই ১৬/ সালাহ উদ্দীন