শেরপুরে রাস্তার পাশে উল্টে পড়া একটি ইজিবাইক চাপায় মো. আওয়াল মিয়া (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে শহরের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আওয়াল মিয়া নবীনগর এলাকার ব্যবসায়ী লোকমান হোসেনের ছেলে এবং নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রথম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর-ময়মনসিংহ সড়কের দক্ষিণ পাশ ধরে শিশু আওয়াল স্কুলে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ইজিবাইক উল্টে তার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই ইজিবাইক চালক পালিয়ে যায়।
শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২৭ জুলাই ২০১৬/হিমেল-১৮