বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১৯৭০ সালে প্রতিষ্ঠিত সারিয়াকান্দি ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে মানবন্ধন করেছে কলেজটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। বুধবার সকাল ১১ টায় কলেজ মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি পালনকালে তারা বলেন, সরকার প্রতিটি উপজেলায় ১টি করে মান সম্মত কলেজ এবং স্কুল জাতীয়করণের সিদ্ধান্ত দেশের শিক্ষা ব্যবস্থায় উন্নতির ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ এবং প্রশংসনীয় উদ্যোগ। ১৯৭০ সালে সাড়ে ৮ একর জমির উপর প্রতিষ্ঠিত সারিয়াকান্দি ডিগ্রী কলেজ বর্তমান সময় পর্যন্ত দেশের সর্ববৃহৎ বেসরকারি কলেজ হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে। কলেজটি উচ্চ মাধ্যমিক ডিগ্রী এবং উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রসহ মোট ৯টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে প্রথম বর্ষে ৮০০ জন ছাত্র-ছাত্র আছে। কলেজে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ৪ হাজার। কলেজটির বিশাল মাঠসহ অবকাঠামোগত সকল সুযোগ সুবিধা আছে। এলাকার সংসদ সদস্য কলেজটি জাতীয় করণের জন্য শিক্ষামন্ত্রীর নিকট ডিও লেটার দিয়েছেন।
কলেজটি জাতীয় করণ না হওয়ায় কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী চরম হতাশায় ভুগছেন। কলেজটি জাতীয় করণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী।
বিডি প্রতিদিন/২৭ জুলাই ২০১৬/হিমেল-১৯