ঢাকার কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির মধ্যে মো. জোবায়ের হোসেনের বাড়ি নোয়াখালী সদর উপজেলার পশ্চিম মাইজদী গ্রামে। তিনি মো. আবদুল কাইয়ুমের বড় ছেলে। র্যাবের তালিকাভুক্ত নিখোঁজের একজন জোবায়ের।
নিহত ৯ জঙ্গির ছবি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর জোবায়েরকে শনাক্ত করে তার পিতা আবদুল কাইয়ুম। তিনি আজ সকালে সুধারাম থানা পুলিশকে ঘটনাটি অবহিত করেন এবং ঢাকা থেকে পুত্রের লাশ আনার ব্যাপারে পুলিশের সহযোগিতা কমনা করেন।
তিনি আরও জানান, তার ছেলে ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছিল। তাকে জঙ্গী হতে সক্রিয়ভাবে প্রলুব্ধ করেছে একই বাড়ির জামাতের রোকন মো. বাহাদুর। জোবায়ের গত ১০ রমজান থেকে নিখোঁজ রয়েছেন বলেও তার বাবা জানান। গত ১২ জুলাই আবদুল কাইয়ুম সুধারাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, তাকে পুলিশ দীর্ঘদিন থেকে জঙ্গি সন্দেহে আটকের জন্য খুঁজছে। সে নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
বিডি-প্রতিদিন/ ২৭ জুলাই, ২০১৬/ অাফরোজ