সিরাজগঞ্জের তাড়াশের মান্নানর নগর এলাকায় বাসের চাপায় আব্দুল মজিদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তাড়াশ থানার উপ-পরিদর্শক খায়রুর ইসলাম।
নিহত আব্দুল মজিদ তাড়াশ উপজেলার ঘরগ্রামের আবু বকরের ছেলে।
খায়রুর ইসলাম বলেন, ঢাকা থেকে পাবনার ঈশ্বরগামী একটি বাস পথচারী এক বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় রাস্তার ধারে প্রাকৃতিক কাজ করাবস্থায় আব্দুল মজিদ বাসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। লাশ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৭ জুলাই, ২০১৬/মাহবুব