সিরাজগঞ্জের এনায়েতপুরে ব্রিজ থেকে পড়ে পানিতে ডুবে আব্দুল জলিল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে এনায়েতপুর ইউপির খুকনি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
বুধবার সকালে এ ঘটনা ঘটে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হালিম জানান, বৃদ্ধ আব্দুল জলিল পায়ে হেটে রুপনাই বেইলী ব্রিজ পার হচ্ছিল। হঠাৎ পা পিছলে ব্রিজ থেকে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ২৭ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন