আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীতে যুবলীগ নামধারী দুই দল সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে মাসুদ(২৬) নামের একজন নিহত হয়েছেন। সংঘর্ষে সোহেল (১৮) ও আলো(২৬) নামের দুইজন গুলিবিদ্ধ হয়েছেন ।
মঙ্গলবার বিকেল চারটার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ পূর্ব হাজিপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। গুলিবিদ্ধ আলো একই গ্রামে নুর ইসলামের ছেলে এবং সোহেল পৌর হাজিপুর গ্রামের ৪নং ওয়ার্ড়ের আবু তাহেরের ছেলে ।
অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, বিষয়টি আমরা অবহিত হওয়ার পর তদন্ত করবো।
বিডি-প্রতিদিন/ ২৭ জুলাই, ২০১৬/ আফরোজ