নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে রুস্তম আলী (২২) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ যাত্রী।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে রাজ্জাকের মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।
নিহত রুস্তম আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুরের এনামুল হকের ছেলে।
আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার রাত ১২টার দিকে ঢাকামুখী শ্যামলী পরিবহনের একটি বাস বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাকের মোড়ে একই দিকে চলমান ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে রুস্তম আলী ঘটনাস্থলেই মারা যান
দুর্ঘটনায় আহত আটজন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার সকালে চলে গেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৬/মাহবুব