গোপালগঞ্জের কোটালীপাড়ায় জঙ্গি প্রতিরোধে লাঠি ও ঝাড়ু মিছিল এবং সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার বেলা ১১ টায় হেমায়েত বাহিনীর প্রধান বীর বিক্রমহেমায়েত উদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা লাঠি ও ঝাড়ু মিছিল করে।
স্থানীয় শহীদ মিনার চত্ত্বর থেকে মিছিল শুরু হয়ে এই মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বর গিয়ে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বীর বিক্রম হেমায়েত উদ্দিন, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামচুল হক, বর্তমান ডেপুটি কমান্ডার মুজিবুল হক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী রাফেজা বেগম, শিক্ষক হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।
হেমায়েত বাহিনী প্রধান বীর বিক্রম হেমায়েত উদ্দিন বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে রাইফেল হাতে নিয়ে এ দেশকে হানাদার মুক্ত করেছি। এখন হাতে লাঠি ও ঝাড়ু তুলে নিয়েছি দেশকে জঙ্গি মুক্ত করার জন্য।
বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৬/মাহবুব