লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র ও ইয়াবাসহ নুরে আলম খোকন ও মহিবুর রহমান ফাহিম নামে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার দক্ষিণ চন্ডিপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, ৩ রাউন্ড গুলি, একটি ছুরি ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৬/মাহবুব