পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থীকে সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান বলেন, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এডওয়ার্ড কলেজের সম্মান দর্শন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র জীবন মাহমুদকে একা পেয়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন জীবনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ সংবাদ সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পরলে শহরের রাধানগর কলেজ গেট এলাকায় তারা এসে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে। এ সময় রাস্তার উভয় পাশে তীব্র জানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কলেজ ক্যম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে আহত জীবন মাহমুদের সহপাঠী আখতার হোসেন বলেন, আমরা হোস্টেলে ছিলাম, হঠাৎ শুনতে পেলাম জীবনকে কুপিয়েছে সন্ত্রাসীরা। দ্রুত সেখানে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পরে আছে সে। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেন আখতার হোসেন।
বিডি-প্রতিদিন/ ২৮ জুলাই, ২০১৬/ আফরোজ