কুমিল্লার চৌদ্দগ্রামে আজ বৃহস্পতিবার ১৩ বোতল কোরেক্স সিরাপ ও ২ বোতল ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ী আবু আহমেদকে(২৮) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আবু বাতিসা ইউনিয়নের সীমান্তবর্তী কালিকাপুর গ্রামের আবদুল খালেকের পুত্র।
বিজিবির চৌদ্দগ্রাম কোম্পানী কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার ভোরে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকসহ আবু আহমেদকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করলে প্রমাণের ভিত্তিতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ ২৮ জুলাই, ২০১৬/ আফরোজ