সারাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের কলেজছাত্রীরা র্যালি ও সমাবেশ করেছে।
সকাল ১১টায় ভোলাহাট মহিলা কলেজের ছাত্রী ও শিক্ষকরা একটি র্যালি বের করে। শিক্ষকমন্ডলীসহ কলেজের সাড়ে ৮শ' ছাত্রী র্যালিতে অংশগ্রহণ করে। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ আখতারুল ইসলাম, উপাধ্যক্ষ জামাল উদ্দিন, সহকারি অধ্যাপক মায়া রানী দাস, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক নুহু শেখ, প্রভাষক রাব্বুল হোসেন, ছাত্রী সুমী খাতুন, মুর্শিদা খাতুন প্রমূখ। বক্তারা সারাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ভুমিকা নিয়ে তাদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ভাবে কঠিন শাস্তি দেয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/ ২৮ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন