শিরোনাম
২৮ জুলাই, ২০১৬ ১৯:৪০

বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি

বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

বাহাদুরাবাদ ঘাট থেকে ছেড়ে আসা ময়মনসিংহের গফরগাঁওয়ের কাওরাইদে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। এতে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। 

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গয়েশপুর রেল ব্রিজের উপর এ দুর্ঘটনাটি ঘটে। এসময় হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক যাত্রী। তবে কেউ গুরুতর আহত হয়নি বলে জানান গফরগাঁও রেলওয়েষ্টেশন মাষ্টার মোসলেম উদ্দিন। তিনি জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ৫২ মিনিটে গফরগাঁও রেলওয়েষ্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কাওরাইদ রেলওয়ে ষ্টেশন সংলগ্ন গয়েশপুর ব্রিজের উপর ট্রেনটি পৌঁছামাত্রই ট্রেনের চাকার বেশ কয়েকটি নাট খুলে গিয়ে রেললাইন থেকে চাকা ছিটকে পড়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।

 

বিডি-প্রতিদিন/ ২৮ জুলাই, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর