যশোরে মধ্যরাতে দুই গ্রুপ সন্ত্রাসীর মধ্যে 'বন্দুকযুদ্ধে' ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন দাবি করেন, বৃহস্পতিবার দিবাগত রাত একটার পর তারা খবর পান, শহরতলীর তরফ নওয়াপাড়ার একটি খেজুরবাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে। এ খবরের ভিত্তিতে একদল পুলিশ সেখানে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ীদের হটিয়ে দিতে ১০ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে খেজুরবাগানে তল্লাশী করে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎস ইউসুফ আলী জানান, কোতয়ালী থানার এসআই মাহমুদুল হাসান রাত দুইটা ১০ মিনিটে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনেন। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বামপাশের চোখে গুলিবিদ্ধ হয়েছে বলে জানান ডা. ইউসুফ। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই রকিবুজ্জামান।
এদিকে রাতে হাসপাতালে থাকা অনেকেই নিশ্চিত করেছেন, গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তি শহরের বারান্দীপাড়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী তালেব। মাদকের ব্যবসা করায় তিনি একবার জেলও খেটেছেন। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত বেশ কয়েকটি মামলাও রয়েছে। তবে নিহত ব্যক্তি তালেব কিনা তা পুলিশ নিশ্চিত করেনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ