রাজবাড়ীর কালুখালী ও পাংশার পদ্মার চরাঞ্চলে জঙ্গি বিরোধী পৃথক অভিযানে তুহিন মোল্লা নামে এক ডাকাতসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাত ৩টা থেকে সকাল সোয়া ১০টা পর্যন্ত এ অভিযান চলে।
কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে অালম ফকির জানান, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ও রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল অাহম্মেদের নেতৃত্বে অভিযানে রাজবাড়ী ডিবি পুলিশ, পাংশা ও কালুখালী থানার প্রায় দেড়শ পুলিশ অংশ নিয়েছে। অভিযানে ২ জনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৬/হিমেল-০৫