চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পুলিশের সোর্স সন্দেহে লাভলী খাতুন (১৩) নামে এক কিশোরীকে পিটিয়ে যখম করেছে ফেন্সিডিল ব্যবসায়ী জনাব আলী। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
ফেন্সিডিল সম্রাট জনাবের বাড়ি থেকে হামিদুল নামের এক ব্যক্তিকে মোটর সাইকেলসহ পুলিশের আটক করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পিটুনিতে জখম লাভলী একই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তাকে জীবননর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে জীবননগর থানা পুলিশ ফেন্সিডিল সম্রাট জনাবের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৯/১০ জন ফেন্সিডিল সেবনকারী পালিয়ে গেলেও মোটর সাইকেলসহ ধোপাখালী গ্রামের ইস্রাইল হোসেনের ছেলে হামিদুলকে আটক করে পুলিশ। এই ঘটনার পর পুলিশের সোর্স সন্দেহে লাভলী খাতুনকে জনাব আলী বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে।
বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৬/হিমেল-০৯