গত ২৪ ঘণ্টায় মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর পানি ৫ সেন্টিমিটার কমে এখনও বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এনিয়ে গত ৪৮ ঘণ্টায় পদ্মা নদীর এ অংশে ৯ সেন্টিমিটার পানি কমলেও নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। এ পর্যন্ত পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙনে প্রায় ৪শ' ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিলীন হয়েছে ২ শতাধিক হেক্টর ফসলি জমির মাঠ। চরম ভাঙন ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।
এদিকে, পদ্মার চরাঞ্চলের অন্তত ২৫ হাজার মানুষ পানিবন্দী রয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। চরের টিউবওয়েলগুলো ডুবে যাওয়ায় ও চারদিক জলমগ্ন হয়ে পড়ায় দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট। তবে এ সকল এলাকায় মানুষ একদিকে কর্মহীন, অপরদিকে নদী ভাঙনে ঘরবাড়ি স্থানান্তরসহ নানান সংকটের কারণে দুর্গতদের জন্য দ্রুত নগদ অর্থ, টিন, শুকনো খাবারের ব্যবস্থার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরান আহমেদ বলেন, আমরা বন্যা দুর্গতদের প্রশাসনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। সমাজের বিত্তবানদেরও উচিত সহযোগিতার হাত বাড়ানো।
বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট, ২০১৬/ আফরোজ