বঙ্গবন্ধু সেতু পুর্বপাড় টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ইব্রাহীমাবাদ স্টেশন এলাকায় র্যাব-১২ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। বুধবার সকাল ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন: রাজশাহী গোদাগাড়ী থানার মাটিকাটা গ্রামের লুৎফর রহমানের ছেলে ট্রাক মালিক মনোয়ারুল ইসলাম (৩৬) ও রাজপাড়া থানার রায়পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে বাবুল হোসেন (৩০)।
র্যাব-১২ সিরাজগঞ্জের ক্যাম্পের অধিনায়ক ও এডিশনাল আইজি মো. শাহাবুদ্দিন খান বিপিএম বুধবার দুুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ট্রাকযোগে ইয়াবার বড় একটি চালানা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে সেতুর পুর্বপাড়ে চেকপোস্ট বসানো হয়। এসময় রাজশাহীগামী ট্রাকটি (ঢাকা মেট্টো-ট-১৮-৬৮৬১) তল্লাশি চালিয়ে ৬০ হাজার পসি ইয়াবা, ৩টি মোবাইল ফোন ও তিন হাজার টাকা উদ্ধার করা হয়। ট্রাকটি র্যাব হেফাজতে রয়েছে। তিনি আরও জানান, আটক মনোয়ারুল উত্তরাঞ্চলে পাইকারী মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া, নাটোর ও টাঙ্গাইলে ইয়াবা সরবরাহ করে থাকে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট, ২০১৬/ আফরোজ