১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নীলফামারী গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার আটকদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
আটকরা হলেন: জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের নরেন্দ্র নাথ ঋষীর ছেলে সুবোধ চন্দ্র ঋষী (৩০) ও আলতাফ হোসেনের ছেলে ফরহাদ হোসেন ইশান (৩১)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ডিবি পুলিশের পরিদর্শক বাবুল আখতারের নেতৃত্বে অভিযান চালিয়ে কৈমারী বাজারে বিক্রির সময় হাতে নাতে তাদের আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রাতেই ডিবি পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে জলঢাকা থানায় একটি মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের পরিদর্শক বাবুল আখতার জানান, আটকদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট, ২০১৬/ আফরোজ