ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ওবাউন্মি আডুয়া আবডুন (৩৫) নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার সকালে সীমান্ত এলাকার মজুমদার হাট নামক স্থানের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজেবির সদস্যরা বিলোনীয়া সীমান্তের মজুমদার হাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি গত ১৩ ফেব্রুয়ারি ভারতের ভিসা নিয়ে মুম্বাইতে প্রবেশ করে। পরবর্তীতে ভারতের আগরতলা হয়ে বিলোনীয়া সীমান্ত দিয়ে ২ আগস্ট বাংলাদেশে প্রবেশ করে।
বিজিবির সদস্যরা তার কাছ থেকে নাইজেরিয়ান পাসপোর্ট, ৪৫ হাজার ভারতীয় রুপি, ল্যাপটপ, ৪টি মোবাইল সেট, বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধসহ মালামাল জব্দ করে।
আটককৃত নাইজেরিয়ান নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় বিজিবি।
বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট, ২০১৬/ আফরোজ