বগুড়ার গাবতলী উপজেলা জামায়াতের আমীর মাসুদুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ভাংচুর, নাশকতা মামলা রয়েছে।
বুধবার বিকালে গাবতলী উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র।
বগুড়ার গাবতলী থানার অফিসার ইনচার্জ সাইদ মাহমুদ খান জানান, ভাংচুর নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে দুটি মামলার ওয়ারেন্ট ছিল।
বিডি প্রতিদিন/ ০৩ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন