বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট নির্মল সেনের জন্মদিন পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে নির্মল সেন জন্মদিন উদযাপন পরিষদ দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, শিক্ষক সহাদেব বৈদ্য, ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাড়ৈ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুন্নু, ছাত্রলীগের বর্তমান সভাপতি মেহেদী হাসান মুন, সাংবাদিক মিজানুর রহমান বুলু, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৩০ সালের ৩ আগস্ট নির্মল সেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালের ৮ জানুয়ারি তিনি পরলোকগমন করেন।
বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট, ২০১৬/ আফরোজ