নেত্রকোনার খালিয়াজুরী থানা পুলিশ বুধবার বিকালে কৃষ্টপুর ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কৃষ্টপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেনকে (৫৮) আটক করেছে।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মো. শওকত আলী জানান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য জামায়াত শিবিরের নেতাকর্মীরা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা ইসমাইল হোসেনের গ্রামের বাড়ি কৃষ্টপুরে গোপন বৈঠক করছে এ ধরনের সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে অন্য কাউকে আটক করতে পারেনি পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট, ২০১৬/ আফরোজ