মেহেরপুরের গাংনীতে গাঁজা বিক্রি ও সেবনের অভিযোগে রাসেল আহমেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেল ৫টার দিকে গাংনী উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহমেদ এ রায় দেন।
এ সময় গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত রাসেল গাংনী পৌর শহরের র্যাব ক্যাম্প পাড়া এলাকার হারেজ উদ্দীন কসাইয়ের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ জানান, দুপুরে রাসেলের বাবা গাঁজাসহ রাসেলকে পুলিশে ধরিয়ে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ সাজা দেওয়া হয়।
রাসেলের বাবা হারেজ উদ্দীন জানান, রাসেলকে গাঁজা সেবন ও বিক্রি করতে মানা করলে তাদের হুমকি-ধমকি দিতেন। তাই অতিষ্ঠ হয়ে ছেলেকে পুলিশে ধরিয়ে দেন।
বিডি প্রতিদিন/ ০৩ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন