নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে পড়ে মতিন নামের এক যুবকের মৃত্যুর জের ধরে আরিফ নামে এক পুলিশ সদস্যের গণপিটুনীতে নিহত হয়েছেন।
আজ বুধবার বিকালে সোনারগাঁ পৌরসভার দরপদ নোয়াইল এলাকায় এ ঘটনাটি ঘটে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, একজন মাদক ব্যবসায়ী পুলিশ সদস্যেদের দেখে গ্রেফতার হওয়ার ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি পানিতে লাফিয়ে পড়লে সাতার না জানায় পানির নিচে তলিয়ে যান। এসময় পুলিশও তার পেছনে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে স্থানীয়রা এসে ওই পুলিশ সদস্য আরিফের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিডি প্রতিদিন/ ০৩ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন