নাটোরের বড়াইগ্রামে ২১ হাজার লিটার চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কুমরুল পূর্বপাড়া গ্রামের খ্রিস্টান পল্লী থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- খ্রিস্টান পল্লীর বেনু বিশ্বাস (৫২), শেবাসটিয়ান বিশ্বাসের ছেলে অনিদ্র বিশ্বাস (৩৯), বেনু বিশ্বাসের ছেলে টুটুল বিশ্বাস (২৩) ও মৃত কুচা মার্টিন বিশ্বাসের ছেলে আতুল বিশ্বাস (৩২)।
নাটোর র্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার মো. জেরিনুর রহমান জানান, উপজেলার কুমরুল পূর্বপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধ চোলাই মদের উৎপাদন ও বাজারজাতকরণ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালানো হয়। এ সময় ২১ হাজার লিটার চোলাই মদসহ ৪ জনকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন বেনু ও অনিদ্রকে ৬ মাস, আতুলকে ৪ মাস ও টুটুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/ ০৩ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন