যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে দেশের ফেরার সময় নারী ও শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের সাদিপুর মাঠ থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান ২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি নায়েক সুবেদার নজরুল ইসলাম।
আটকদের বাড়ি বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে। কাজের সন্ধানে প্রায় এক বছর আগে তারা দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যান বলে তারা জানিয়েছেন।
সুবেদার নজরুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দিয়ে বৃহস্পতিবার দুপুরে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হবে।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৬/মাহবুব