জঙ্গি সন্দেহে চট্টগ্রামের রাঙ্গুনীয়াতে গ্রেফতার হয়েছে বান্দরবানের লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের মহিউদ্দিন(১৭)। সে চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, মহিউদ্দিনের পিতা মো. ইসমাইল লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৬নং ওয়ার্ড পূর্ব হাইদারনাসী আলী সর্দার পাড়ার বাসিন্দা। বর্তমানে তারা রাঙ্গুনীয়া রওজা হাট এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার ছয় ছেলের মধ্যে মহিউদ্দিন সবার বড়। গত ৩০শে জুলাই শুক্রবার রাঙ্গুনীয়া রওজা হাট ভাড়া বাসা থেকে চট্টগ্রাম ডিবি পুলিশ রাঙ্গুনীয়া থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে। বর্তমানে আটক মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
আটক মহিউদ্দিনের দাদা আলী সর্দার (৬০) বলেন, আমাদের পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতি করি। ছেলেটি লেখাপড়া করতে চট্টগ্রামে গেছে। সে জঙ্গি কাজে জড়িত থাকতে পারে না।
মহিউদ্দিনকে আটকের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম ডিবি পুলিশের এডিসি নাজমুল হাসান জানান, জঙ্গি সম্পৃক্ততা আছে বলে তাকে আটক করা হয়েছে। আরও তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ