নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গণপিটুনিতে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে বৃহস্পতিবার সকালে সোনারগাঁও থানায় মামলাটি দায়ের করেন। এতে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল বুধবার পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে পান দোকানদারের মৃত্যুর পর এলাকাবাসীর হামলার শিকার হয় পুলিশ। এ সময় গণধোলাইয়ে মৃত্যু হয় আরিফুর নামে এক কনস্টেবলের।
বুধবার (৩ আগস্ট) এ ঘটনার পর থেকে গ্রেফতার আতংকে উপজেলার রাইজদিয়া ও এর আশপাশের এলাকায় অনেক পুরুষ বাড়ির বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, পুলিশের ওপর হামলা ও মারধর করে কনস্টেবল আরিফুরকে হত্যার ঘটনায় এসআই আলামিন তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নাম নিয়েই আসামি করা হয়েছে। নিরীহ কাউকে হয়রানি করা হবে না।
বিডি-প্রতিদিন/এস আহমেদ