মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বজ্রপাতে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। নিহত নিবাস সরকার (২৪) ভৃনবী ইউনিয়নের লামাপাড়া গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলে।
বুধবার রাতে উপজেলার হাইল হওরে এ ঘটনা ঘটে বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি মাহবুবুর রহমান।
তিনি জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাইল হাওরে বৃষ্টির মধ্যে জাল ফেলতে যান নিবাস সরকার। ফেরার সময় গ্রামের পথে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ