জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করে বলেছেন, ‘বেগম খালেদা জিয়া এবং বিএনপি সরাসরি একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনি, একুশ আগষ্টের খুনি, জঙ্গি তাণ্ডবের খুনি, মানুষ পোড়ানোর খুনিদের মত ভয়ঙ্কর খুনিদের সিন্ডিকেটের প্রধান।’
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয়দের সাথে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় ও আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী আরও বলেন, ''গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয় ঐক্যর প্রক্রিয়ার জন্য এই ভয়ঙ্কর খুনিদের সিন্ডিকেট প্রধান বেগম খালেদা জিয়া অনুপযুক্ত। বেগম খালেদা জিয়া যতই চেষ্টা করুক না কেন উনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারেননি, ঠিক তেমনি স্ব-ঘোষিত এই জঙ্গি খুনিদেরও উনি বাঁচাতে পারবেন না।''
এ সময় সেখানে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম,জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনাসহ স্থানীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৬/মাহবুব