ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোস্তাফিজুর রহমান নামের এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তিনি মুজিবনগর উপজেলার কোমরপুর ক্যাম্পে কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার নুরপুর মাঠে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে।
সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, মোস্তাফিজুর ভোর ৫টার দিকে তার পরিবার নিয়ে ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ইজিবাইকযোগে মেহেরপুর যাওয়ার পথে ঘটনাস্থলে এক দল ছিনতাইকারী তার পথ রোধ করে। এসময় ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় সে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ সুপার হামিদুল আলম ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল ছিনতাইকারীদের গ্রেফতারে জন্য মাঠে নেমেছে।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৬/মাহবুব