সাম্প্রতিকালে দেশের জঙ্গি হামলার প্রসঙ্গে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, মানুষ হত্যা করে যারা মনে করে জান্নাতে যাবে, তারা জান্নাতে নয়, জাহান্নামে যাবে।
বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়ায় ভাঙন কবলিত ফেরি ঘাট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, যারা নামাজের সময় নামাজ না আদায় করে মানুষ হত্যা করে তারা মুসলমান নয়।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, তা না হলে কল্যাণপুরে জঙ্গিদের দমন করা সম্ভব হতো না। আমরা যারা মুসলমান তাদের বিভ্রান্ত করছে জামায়াত ও অন্যান্য উগ্র সংগঠন। এদের বাংলার বুকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী বেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত, রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে দৌলতদিয়া রেস্ট হাউজে নৌ-পরিবহনমন্ত্রী শাহ্জাহান খানকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৬/মাহবুব