নেত্রকোনা জেলার প্রথম প্রকাশিত 'সাপ্তাহিক নেত্র' পত্রিকার সম্পাদক, আরটিভির জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর সেলিম (৫৮) বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মসজিদ কোয়ার্টারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে..... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর নেত্রকোনা জামে মসজিদে (বড় মসজিদ) জানাজা শেষে সাতপাই পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে নেত্রকোনায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ