'সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই' এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী র্যালি ও মানববন্ধন কর্মসূচি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল ও শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা, মতিউর রহমান, শামীম আহসান প্রমূখ।
এছাড়া ভোলাহাটের আদাতলা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে জঙ্গিবাদ বিরোধী র্যালি বের করা হয়। পরে স্কুল গেটের সামনে ভোলাহাট-রহনপুর সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লোকমান আলী, প্রধান শিক্ষক রাব্বুল হোসেন, সহকারী শিক্ষক একরামুল হক, আবু মোত্তালেব, মনিরুল ইসলাম, নাজিমুদ্দিন, আশরাফুল ইসলাম, আজিজুল হক প্রমূখ।
বিডি প্রতিদিন/ ০৪ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন