কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন: উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর বেতিয়ারা গ্রামের আবদুস সালামের ছেলে কাওসার মিয়া (২৮) ও কোদালিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবদুল হান্নান (২২)।
কুমিল্লাস্থ ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জগন্নাথদিঘী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা কোদালিয়া এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/ ০৪ আগস্ট, ২০১৬/ আফরোজ