বাংলার জমিনে জঙ্গিবাদের কোনো স্থান নেই, দেশের মানুষ সন্ত্রাসে বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন একটি শক্তিশালী দল। এ দল আগামীতে ক্ষমতায় আসবে। এছাড়া জাতীয় পার্টি আজ ক্ষমতায় থাকলে গাইবান্ধার সিংড়িয়া বাঁধ ভাঙতো না।
তিনি বলেন, জাতীয় পার্টি বানভাসিদের পাশে সব সময় ছিল এবং আগামীতেও থাকবে। ১৯৮৭-৮৮ সালে এর চেয়েও বড় বন্যা জাতীয় পার্টি মোকাবেলা করেছে। এবছর বন্যা অনুযায়ী বর্তমান সরকারের ত্রাণ অপ্রতুল্য। সরকারসহ দেশবাসীকে এসব বানভাসিদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ০৪ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন